কুষ্টিয়ার খোকসায় ভেজাল গুড় কারখানায় র্যাবের অভিযান, ভেজাল গুড়, চিনি, ফিটকিরি, রং জব্দ, ১ জনকে জেল, ৫০ হাজার টাকা জরিমানা
প্রেসে বিজ্ঞপ্তি | র্যাব ১২, সিপিসি, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস এর নেতৃত্বে গত ৫ ডিসেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:১০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি এলাকায় মেসার্স দিলীপ ট্রেডার্স নামের একটি ভেজাল গুড় কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দিলীপ বিশ্বাস এর মালিকানাধীন গুড় তৈরির কারখানায় ২১,১৫০ কেজি ভেজাল গুড়, ১৩,৪০০কেজি চিনি, ৪৫ কেজি ফিটকিরি এবং ০২ লিটার রং জব্দ করা হয়। মোবাই কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার মালিক রাজ কুমার বিশ্বাস(৪৫), পিতা মৃত সত্যরঞ্জন বিশ্বাস, কালীবাড়ি পাড়া, থানা-খোকসা, জেলা কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৪৩ ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০,০০০/ টাকা জরিমানা করেন, যার মামলা নং-৪, তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২২। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গুড় তৈরির ক্ষতিকর উপকরণ ধ্বংস করা হয় এবং জব্দকৃত গুড় পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর জিম্মায় প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। র্যাব১২, সিপিসি১, কুষ্টিয়াকে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।