মেহেরপুর মুক্ত দিবস পালিত

শেয়ার করুন

মেহেরপুর প্রতিনিধিঃ র‌্যালি, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহরের কলেজ মোড়ে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনজুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মালেক পুষ্পমাল্য অর্পণ করেন। 

এসময় অন্যদের মধ্যে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হালিম, প্রকৌশলী নুরুল ইসলাম, আবুল কাশেমসহ জেলার মুক্তিযোদ্ধা সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *