ভেড়ামারায় বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আজ সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন, ভেড়ামারা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ভেড়ামারা উপজেলা শাখার নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, সহকারী ভূমি কমিশনার রেকসোনা খাতুন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ আওয়ামীলীগ ও জাসদের নেতৃবৃন্দ।।