স্কুল ছাত্র হৃদয় শেখ কে হত্যা চেষ্টা মামলায় কুষ্টিয়ার কিশোর গ্যাংয়ের নেতাসহ সাত জনকে তিন বছরের কারাদন্ড

শেয়ার করুন

কুষ্টিয়ায় স্কুল ছাত্র হৃদয় শেখকে হত্যা চেষ্টা মামলায় সাত জনকে তিন বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামী রউপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে সঙ্গে চার জনের বয়স কম থাকায় তাদেরকে প্রবেশন আদালতের অধীন শিশুসংশোধন আগারে প্রেরণের আদেশ দেন এবং তিন জনকে জেলাকারাগারের প্রেরণের আদেশ দেন আদালত। দন্ডপ্রাপ্ত হলেন থানাপাড়া এলাকা মামুনুর রহমান সান্টুর ছেলে রাতুল হাসান, হাউজিং সিবøকের আওলাদ খানের ছেলে ইপ্তি খান এবং কল্যানপুর এলাকার কামরুজ্জ ামানের ছেলে অভিকুজ্জামান। আদালত সূত্রে জানাযায় ২০২০ সালের ১২ নভেম্বর দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া আহত হৃদয় কুষ্টিয়া শহরস্থ কমরেডরওশন আলীসুপার মার্কেটে শীতের কাপড় কিনতে আসলে অভিযুক্তরা পরিকল্পিত ভাবে তাকে হত্যা চেষ্টা করে। পরে স্থানীয়দেও সহযোগিতায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। এ বিষয়ে আহতের বন্ধ ুতিন জন বাদীহয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত কারী কর্মকর্তা নিশিকান্ত সরকার গত ২০২০ সালের ৩১ ডিসেম্বওে আদালতে চাজসাট দাখিল করলে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *