অর্ক শেখের কৃষি কথার গল্প
সল্প বয়সে অল্প দাঁড়ি-
হাটশ হরিপুর শালদাহ গ্রামে বাড়ী।
রিপন শেখের ছেলে অর্ক
কাবিল উদ্দিন স্কুলের ছাত্র।
স্বাধীনতার স্মৃতির দিনে-
তৈরি করলো কৃষকের গল্প।
আগেরদিনে কৃষক পড়তো-
লুঙি-গামছা আর গেঞ্জি।
মাথায় মাথাল হাতে কাচি-
এখনও কৃষি জমিতে আছ।
শালদাহর মাঠে অল্প-কৃষিজমি-
হরিপুর ইউনিয়নের খাল,পুকুর
ও নদী ভরাট করে-
তৈরি করছে পাকা বাড়ী-
বেশীর ভাগই ঘর-জামাই।
প্রভাব-শালি দারোগা-
আর কালো-টাকার ধনি।
ভূমিদস্যুর দাপটে দখল হচ্ছে
কৃষি জমির মাঠ।
এই উর্বর-ভূমিতে দুর্বল কৃষকের
জায়গা আর নাই।