দৈনিক কুষ্টিয়ার কাগজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ১০ এপ্রিল ২০২৩,।। দশ বছর পেরিয়ে ১১ বছরে হাটি, হাটি,রাখলো পা, সত্যর সন্ধ্যানে এক ঝাক তরুনকে সঙ্গে নিয়ে সাহসী নির্ভীক কলম সৈনিক কুষ্টিয়ার কাগজের প্রকাশকও সম্পাদক নুর-আলম দুলাল দৈনিক কুষ্টিয়ার কাগজ পত্রিকাটি নিয়মিত প্রকাশ করে আসচ্ছে। তারই ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা,আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন পাঠক ফোরাম কুষ্টিয়া।