কুষ্টিয়ায় পানের বরজ পুড়ে ছাই
আজ ১২ এপ্রিল ২০২৩,।।
আজ বুধবার দুপুর দেড় টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু বিঘার পানের বরজ পুড়ে যাই।
খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।
পাশে থাকা ক্ষেতের কৃষক আব্দুল মান্নান বলেন, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ মিনিটের মধ্যে পুরো মাঠে আগুন ছড়িয়ে পড়ে। ১শ বিঘার উপরে সব পানের বরজ পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, হঠাৎ পানের বরজে আগুন দেখতে পায় । কিছুক্ষণের মধ্যে আগুন পার্শ্ববর্তী ক্ষেতগুলোতেও ছড়িয়ে পড়ে। প্রায় ১শ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সবুজ হোসেন জানান, আগুনের ঘটনা শোনার পর মিরপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দু’টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো বলেন তিনটি ঘর ও প্রায় ১শ বিঘা পানের বরজ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।