শোক সংবাদ, মিনাপাড়ার পল্লী চিকিৎসক মোজাফফর চলে গেলেন নাফেরার দেশে
কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া গ্রামের বাসিন্দা, এলাকার সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব, গরিবের ডাক্তার খ্যাত আলহাজ্ব মোজাফফর হোসেন (মোজাফফর ডাক্তার) ইন্তেকাল করেছেন দু(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।যে মানুষটির চিকিৎসায় এলাকার হাজারো মানুষ সুস্থ হয়েছেন, উপকৃত হয়েছেন। সেই মানুষটি বেশ কদিন ধরেই নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। আজ সকাল সাড়ে দশটায় নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।