পুকুর লিজে আগ্রহী মাছ চাষীদের উপস্থিত কামোনা করা যাচ্ছে।
আজ ১ জুলাই ২০২৩,।। সারাদেশে পুকুর,খাল খনন উন্নয়ন প্রকল্প” স্থায়ীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুষ্টিয়া।
হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানের পুরাতন পুকুর টি নতুন করে ( ১১.৬০x৫.০০x৩.১০ মিঃ) একটি ঘাটলা নির্মান করে দিয়েছেন। পুকুরটি ৩ বছর মাছ চাষের জন্য লিজ দিয়া হবে। আগ্রহী মাছ চাষকারীদের আগামী ৩ জুলাই সোমবার বাদ আসর হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানের পুকুর পারে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।