হাটশ হরিপুর গড়াই নদীর তীর সংরক্ষণ কাজ উদ্ধোধন করলেন মাহবুবউল আলম হানিফ এমপি
১০ জুলাই, ২০২৩,আল-হোসেন বকুল।।
২০২২-২৩ অর্থ বছরের কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের অধিনে সদর উপজেলা হাটশ হরিপুর ইউনিয়নে তীর সংরক্ষণ”
(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গড়াই নদীর বাম তীরে কিঃ মিঃ ৪.৯২০ হতে ৫.২৯০=০.৩৭০ কিঃ মিঃ পর্যন্ত নদীর তীর সংরক্ষণ কাজ উদ্ধোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,মাহবুবউল আলম হানিফ এমপি
,জেলার নদী ভাঙ্গন প্রসঙ্গে বলেন,পদ্মা ও গড়াই নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী প্রকল্প গ্রহন করা হচ্ছে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ,মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ হাসান মেহেদী,প্রকৌশলী ফারুক্জ্জুামান, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক,হাটশ হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্পা মাহামুদ,হাটশ হরিপুরের কৃতিসন্তান বিষ্টিব্যাবসায়ীও সমাজসেবক হাজ্বী আব্দুল কাশেম,হাটশ হহরিপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক ও ৭ নং ওয়ার্ডে মেম্বার সেলিম উদ্দিন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন মন্ডম ও হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী আরিফুর রহমান আরিফ,