দবির মোল্লার রেলগেটে বিট পুলিশিং সমাবেশ

শেয়ার করুন

অন্তর হোসেন।। ২৭ জুলাই ২০২৩
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে কুষ্টিয়া দবির মোল্লার রেলগেটে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া রেলওয়ে থানা ও জেলা রেলওয়ের খুলনা আয়োজনে বৃহস্পতিবার (২৭জুলাই) সকাল ১২ টায় কুমারখালী উপজেলার দবির মোল্লা রেলগেটে উক্ত জনসচেতনতামূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য, চোরাচালান রোধ, সিগনালের তার কাটা থেকে বিরত থাকা এবং লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরায় জনসাধারণকে অনুরোধ জানানো হয়।

দবির উদ্দিন মোল্লা রেলগেট নাম অনুসারে দবির মোল্লার ছেলে ডাক্তার শামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রেলওয়ে পুলিশের সার্কেল এএসপি মজনু B+। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ, রেলওয়ে থানার এএসআই হেলাল, দবির মোল্লার নাতি ছেলে ও জাতীয় দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুজ্জামান (সামুন)।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দবির মোল্লা রেলগেটের দোকান মালিক কমিটির সভাপতি জয়নাল আবেদীন, রেলগেট বাজারের সার ব্যবসায়ী রেজাউল ইসলাম, টেইলার্স আকুল, রেলগেট বাজারের ভাংগুড়ি ব্যবসায়ী ডাবলু, রিপন, আমিরুল, সাইফুল শেখ, বিষে’সহ আরো অনেকই।

প্রধান অতিথি বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ্যভাবে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেল, জরিমানা হয়। রেলওয়ের যাত্রীদের, এলাকার অধিকতর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আরএনবিকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *