ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সৌদি যুবরাজের

শেয়ার করুন

ছবি: রয়টার্স

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জেদ্দায় সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

কয়েক বছর ধরে তিক্ত প্রতিদ্বন্দ্বিতার পর চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় এ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, তারপর থেকে এটি তাদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক।

সম্পর্ক নতুন করে শুরু করার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সৌদি সফরে জেদ্দা যান আব্দুল্লাহিয়ান। জেদ্দায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইবনে সৌদের সঙ্গে বেঠক করেন তিনি। বৈঠকের পর দুই দেশের মধ্যে সম্পর্ক ‘সঠিক পথে আছে’ বলে মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান।

এর পরদিন শুক্রবার অনির্ধারিত বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি যুবরাজ।

মোহাম্মদ বিনা সালমান সৌদি আরবের যুবরাজ হলেও তিনিই প্রকৃত শাসক। কয়েক বছর ধরে সৌদি আরবের পররাষ্ট্র নীতি ঢেলে সাজানো শুরু করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ধারাবাহিক ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দেওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন।

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক ‘খুব ভালো’ হয়েছে বলে ইরানি প্রতিনিধি দলকে উদ্ধৃত করে জানিয়েছে ইরানের প্রেস টিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *