আলমডাঙ্গা বধ্যভূমির দুইটো কথা ও চিত্র
বাংলাদেশের অন্যতম একটি বধ্যভূমি। চুয়াডাঙ্গা জেলার
আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত এই বধ্যভূমি। ১৯৭১ সালে পাকিস্তানের নৃশংস গণহত্যার নির্দেশন হিসাবে পরিচিত এই আলমডাঙ্গারর বধ্যভূমি। মুক্তিযুদ্ধার সময় বাঙ্গালীদের নির্মমভাবে হত্যা করে এই বধ্যভূমিতে পুঁতে রাখা হত। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বধ্যভূমিতে শত শত মানুষের মাথার খুলি হাড় পাওয়া যায় এই বধ্যভূমিতে । ২০১২ সালে তরুণ প্রজন্মের কাছে পাকবাহিনীর নির্যাতনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আলমডাঙ্গা বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ ও কমপ্লেক্স নির্মাণ করা হয় তার চিত্র-।