কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কমিটির পুণঃগঠনসভাপতি তারিক, সাধারণ সম্পাদক দুলাল, প্রধান উপদেষ্টা আবদুর রশীদ চৌধুরী

শেয়ার করুন

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের কমিটি পূনঃগঠন করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের নির্ধারিত বিশেষ সাধারণ সভায় প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিককে সভাপতি ও এসএ টিভি, বাসস ও কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলালকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়ার দর্পনের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার প্রতিনিধি হাসান আলী, সিনিয়র সহ-সাধারন সম্পাদক দেশ টিভির প্রতিনিধি ও সময়ের দিগন্তের সম্পাদক নাহিদ হাসান তিতাস, সহ-সাধারন সম্পাদক আমার সংবাদ’র প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ আমার বার্তা’র প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলী সান’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্তমঞ্চ এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন- দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারী, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও দি টিচার পত্রিকার সম্পাদক শরীফ বিশ^াস, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, আহসান আলী বিশ^াস, আব্দুল মোতালেব রাজু, সাইদুল বারী টুটুল, শরিফ মাহামুদ, মুকুল খসরু, নজরুল ইসলাম, সেলিম আহাম্মেদ টাক্কু, আসলাম আলী ও সোহেল রানা।
উক্ত কমিটি সকলের সম্মতিতে উক্ত কমিটির মেয়াদ তিন বছর। এ সময়ের মধ্যে পুণঃগঠিত কমিটির নির্ধারিত সভা, নতুন সদস্য আহবান এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সকল কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জাননো হয়।
সভার শুরুতে নুর আলম দুলালের সঞ্চালনায় ক্লাবের নিয়মিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মজিবুল শেখ, বাংলাভিশনের প্রতিনিধি হাসান আলী প্রমুখ। সভায় কোরআন পাঠ করেন সাংবাদিক রেজাউল করিম রেজা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম মুকুল।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ইতিপুর্বে জেলায় সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থ-সুরক্ষায় ব্যাপক অবদান রেখেছে। আগামীতেও অবদান রাখবে বলে সভায় বক্তারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *