দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষদের কল্যানে কাজ করে চলছে, এমন একটি প্রতিষ্ঠান হলো – আর ও এইচ ফাউন্ডেশন।

শেয়ার করুন

এটি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি সমাজ কল্যাণমূলক , অ-লাভজনক ও সামাজিক উন্নয়ন সংস্থা।  আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আর ও এইচ এর নিজস্ব স্কুল – ROH বিদ্যানিকেতন। এছাড়াও আছে – প্রজেক্ট স্বনির্ভর, প্রজেক্ট (ডিসিসি) ডিজেবল চাইল্ড কেয়ার, খাদ্য সামগ্রী বিতরণ,  শীতবস্ত্র বিতরণ, জরুরি ত্রাণ  সহায়তা, ফ্রি মেডিকেল ক্যাম্প, জরুরি রক্তদান, কুরবানির মাংস বিতরন, ইফতার বিতরণ ও ঈদ আনন্দ প্রোজেক্ট ইত্যাদি। ফাউন্ডেশনের সকল সদস্য, যুব সমাজের অক্লান্ত পরিশ্রম ও সকলের সার্বিক  সহযোগীতার মাধ্যমে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আমাদের লক্ষ্য – দেশের দারিদ্র্য কমিয়ে মানুষকে স্বাবলম্বী করা।  পথশিশু ও এতিমদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্রের চাহিদা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা। নারী উদ্যোক্তা তৈরি করা, জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়ন।

আমাদের উদ্দেশ্য – সমাজের নিম্ন স্তরের মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধার, দারিদ্র্য, ক্ষুধা, নিরক্ষরতা এবং চিকিৎসা সেবার অভাব দূর করে বৈষম্যহীন ও সুখী গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা।
আর ও এইচ ফাউন্ডেশন এর মাধ্যমে আপনিও দাঁড়াতে পারেন সুবিধাবঞ্চিতদের পাশে। 

আর ও এইচ ফাউন্ডেশন প্রতি বারের ন্যায় এই বারও কুষ্টিয়া জেলার অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণের উদ্যোগ নেয়। প্রতি বছর ১লা  জানুয়ারী থেকে এই কার্যক্রম শুরু করে আর ও এইচ ফাউন্ডেশন। আর ও এইচ ফাউন্ডেশনের এক ঝাঁক তরুন মিলে এই কর্মসূচি বাস্তবায়ন করে।যেখানে তারা শুরু থেকেই সমাজের সকল সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের তথ্য সংগ্রহের  এবং টোকেনের প্রদানের মাধ্যমে তাদের কর্মসূচি চালু করে।এর মাধ্যমে ২শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রম ১লা জানুয়ারী থেকে শুরু করে সমগ্র শীত জুড়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এরই পাশাপাশি তাদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবার প্রদান করা হয়। তারা শীত বস্ত্র বিতরণের পাশাপাশি মানুষকে সচেতন করতে বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকে। শীতবস্ত্র বিতরণের দ্বারা মানুষের শীত নিবারণ হয়।যাদের শীতবস্ত্র নেই তারা শীতের সময় অনেক কষ্টে দিন অতিবাহিত করে এবং বিভিন্ন শীতের রোগে আক্রান্ত হয় । আর ও এইচ ফাউন্ডেশন তাদের কথা চিন্তা করে তারা সবসময় চেষ্টা করে আসছে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করার।
এরই প্রেক্ষিতে আর ও এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মির্জা আফরাজুর জিহান বলেন “আর ও এইচ ফাউন্ডেশন সর্বদা মানুষের কল্যাণে কাজ করে। তীব্র শীতে মানুষের প্রচন্ড কষ্ট এবং আমাদের এক ঝাঁক তরুন যাদের সহযোগিতায় আমরা সবসময় এই সকল মানুষের খোঁজ পেয়ে থাকি।আমরা চেষ্টা করি যারা প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত তাদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ কর্মসূচি পালন করার। যার মাধ্যমে তাদের শীত নিবারণ হয় এবং তারা যেন বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পায়। আমরা সর্বদা চেষ্টা করি মানুষের পাশে দাড়ানোর। এবং  আমরা আশাবাদী আমরা যেন পুরো শীত জুড়ে আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারি। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *