XESAK- IU আয়োজনে ইংলিশ অলিম্পিয়াড গ্র্যান্ড ফিনাল অনুষ্টিত হয়।

শেয়ার করুন

গ্র্যান্ড ফিনালের আয়োজনে ইংলিশ অলিম্পিয়াড ২০২৪ অনুষ্টিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্স ইংলিশ স্টুডেন্ট এসোসিয়েশন কুষ্টিয়ার আয়োজনে শনিবার সকাল ৯ টায় দিশা টাওয়ারে এক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্টিত হয। প্রাধান আলোচক ছিলেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, দ্বিভাষিক লেখক, অধ্যাপক ড.রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূরউদ্দিন আহমেদ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে ইংরেজি বিভাগের প্রধান কুবুয়াত আলী বিশ্বাস, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রেহবার দারাজ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্স ইংলিশ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক কুমার বিশ্বাস, অনুষ্ঠানে সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক্স ইংলিশ স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি সেন্টার কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল হক, অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম ও চুয়াডাঙ্গা কালেক্টর স্কুলের সিনিয়র শিক্ষক করবী, উক্ত ইংলিশ অলিম্পিয়াডে কুষ্টিয়া জেলার সদর উপজেলা চল্লিশটি ও কুমারখালী উপজেলার বারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে বিকেল চারটায় ফলাফল প্রকাশ করা হয় এতে ইংলিশ অলম্পিয়াডের আন্ড ফিনালের অষ্টম শ্রেণী হইতে প্রথম স্থান অধিকার করে কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের সিরাজুমনিরা মহুয়া। দ্বিতীয় স্থান অধিকার করেন সানআপ স্কুলের তাহাসিনা তাবাচ্ছুম তৃতীয় স্থান অধিকার করেন সাসআপ স্কুলের মিথোস আমান, নবম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করেন কুষ্টিয়া জেলা স্কুলের তানজিম ইফরান, দ্বিতীয় স্থান অধিকার করেন কুষ্টিয়া জেলা স্কুলের আবরারউর রহমান,তৃতীয় স্থান অধিকার করেন কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়র আয়না আয়রা ছোয়া, ১০ম শ্রেণী হতে প্রথম স্থান অধিকার করেন হাসিব ড্রিম স্কুল কলেজের আদিত সরাফ,দ্বিতীয়া স্থান অধিকার করেন কুষ্টিয়া সরকারী বালিকা বিদ্যালয়ের আকাশ নীলা নহলী, তৃতীয় স্থান অধিকার করেন হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয়ের নুসাইবা আলম, ফলা ফল প্রদান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সাটিফিকেট ও সম্মানী প্রদান করা হয় ফাইনালে অৎশ গ্রহন করা সকল শিক্ষার্থীদের বই ও সাটিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *