কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনে সম্মাননা ক্রেস্ট পেলেন আফরোজা আক্তার ডিউ
নিজস্ব প্রতিবেদক : কলকাতায় সম্পন্ন হলো ৩য় আন্তর্জাতিক বাঙালি সম্মেলন ২০২৪। গতকাল রবিবার ছিলো সমাপণী। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস, অধ্যাপক ড. পবিত্র সরকার, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
সভাপ্রধান ছিলেন বাংলা ওয়ার্ল্ডওয়াইডের কনভেনর সৌম্যব্রত দাস।
গত ৮-১০ মার্চ ৩দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার সল্টলেকে সুরেশ নেওটিয়া সেন্টার অব এক্সেলেন্স ফর লীডারশীপ ভেন্যূতে।
গতকাল সমাপনী দিনে অন্যান্য অতিথিদের মধ্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, বিশিষ্ট নারী সাংবাদিক আফরোজা আক্তার ডিউকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক প্রদান করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সূর। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ অতিথিগণ।