হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক হোসেন মাসুদ’র শোক
মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব কুষ্টিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের মৃত্যুতে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “মোস্তাক হোসেন মাসুদ”
এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় ,”মোস্তাক হোসেন মাসুদ চেয়ারম্যান বলেন,কুষ্টিয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা,কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক,কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক অন্যতম ছাত্রনেতা,বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। ইহসানুল করিম হেলাল সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে ১৯৯৬—২০০১ সাল পর্যন্ত দিল্লিতে বাসস এর দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন গর্বিত সন্তান হারালো। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহপাক যেন পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার ক্ষমতা দেন সেই কামনা করেছেন।
হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান “মোস্তাক হোসেন মাসুদ”এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।