ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার হামলা
ইউক্রেনে যুক্তরাষ্ট্রর দেয়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল বুধবার (১৩ মার্চ) ইউক্রেনের খারকিভ অঞ্চলে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ হামলায় কিয়েভের দুটি সামরিক হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে রাশিয়া। খবর আনাদোলু এজেন্সি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের এক বিবৃতিতে দাবি করেছে, বুধবার খারকিভ অঞ্চলে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি ওই অঞ্চলে দুটি সামরিক এমআই-৮ হেলিকপ্টার এবং একটি সামরিক ওয়ার্কশপও ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের বিমান, ড্রোন, রকেট এবং আর্টিলারি বাহিনী ইউক্রেনের বিমান বাহিনীর দুটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করেছে এবং খারকিভ অঞ্চলের বালাক্লিয়া এলাকায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম মেরামতের জন্য ব্যবহৃত একটি ওয়ার্কশপও ধ্বংস করেছে। এছাড়া খারকিভ অঞ্চলে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়েছে।
এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় তাদের পরিষেবা বন্ধ করেছে বলে টেলিগ্রামের এক বার্তায় জানিয়েছেন সংশ্লিষ্ট অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরু করে। অবশ্য এটিই প্রথম নয়, ইউক্রেনে রুশ হামলায় এর আগেও মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ধরাশায়ী হয়েছে।