ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২৪ মার্চ থেকে
ঈদ উপলক্ষে রাজধানী থেকে যেসব ট্রেন চলাচল করবে, সেগুলোয় মোট সাড়ে ৩৩ হাজার আসন থাকবে। এর বাইরে প্রতিটি ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। প্রথম দিন অর্থাৎ ২৪ মার্চ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট। একইভাবে ২৫ মার্চ বিক্রি হবে ৪ এপ্রিলের, ২৬ মার্চ ৫ এপ্রিলের, ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের ও ৩০ মার্চ মিলবে ৯ এপ্রিলের টিকিট।’অন্যদিকে ৩ এপ্রিল বিক্রি হবে ১৩ এপ্রিলের ফিরতি অগ্রিম টিকিট। এছাড়া ৪ এপ্রিল দেয়া হবে ১৪ এপ্রিলের টিকিট, ৫ এপ্রিল ১৫ এপ্রিলের, ৬ এপ্রিল ১৬ এপ্রিলের, ৭ এপ্রিল ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের ও ৯ এপ্রিল বিক্রি হবে ১৯ এপ্রিলের ফিরতি টিকিট।
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সুবিধার্থে আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। একই সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হবে। ৩ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ছুটি থাকবে না। ঈদের পর যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। এছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। সরদার সাহাদাত আলী আরো জানান, ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৮৬টি বিজি যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২৪৮টি লোকোমোটিভ (পূর্বাঞ্চল ১৩২টি ও পশ্চিমাঞ্চল থেকে ১১৬টি) যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নিয়েছে রেল।
সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘এবার ঈদে টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চত করা আমাদের প্রধান লক্ষ্য।’