কুষ্টিয়া এন এস রোডের ফুটপাত দখল মুক্ত করলেন প্রশাসন,অবৈধ্য বালি,অবৈধ্য ট্রলি চলমান-
আজ ১৪ মার্চ ২০২৪,বকুল সরকার ।। পুলিশের চেহারা দেখে ফুটপাত দখল ছেড়ে দিলে কুষ্টিয়া এন এস রোডের দোকানদার ও হকাররা। ফুটপাত দখলে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও শহররে কেনাকাটা করতে আসা মানুষ ও এলাকার বাসিন্দাদের। এমনিতেই রমজান মাস তার পরও পথচারীদের ফুটপাত ছেড়ে সড়কে নেমে যাওয়ায় যানজট বাড়লে আজ সকাল ১১টায় কুষ্টিয়া এন এস রোডের ফুটপাত দখল মুক্ত করেন প্রশাসন।
এতে একদিকে শহরের সুন্দরয্য বৃদ্ধিপেয়েছে ও পথযাত্রা ফুটবল দখলমুক্ত হওয়ায় একদিকে শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আবার যাত্রীরা স্বসঙ্গে চলাফেরা করতে পারছে যাত্রীরা চলাফেরা করতে স্বছন্দ বোধ করছে