সাংস্কৃতি ঐক্য কুষ্টিয়া’র অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্টিত হয়

শেয়ার করুন

অাজ ২৫ নভেম্ববর ২০২৪,#
সাংস্কৃতি ঐক্য কুষ্টিয়া’র নব গঠিত কার্য্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্টিত হয়। আজ সোমবার সন্ধ্যায় এক অনাড়স্বর অনুষ্ঠানের মাধ্যমে কুষ্টিয়ার আনজুম’স কিচেন,পিয়ারাতলায় শপথ গ্রহণ অনুষ্টানে সভাপিত করেন,সাংস্কৃতি ঐক্য কুষ্টিয়া’র সভাপতি ও জাতীর চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত,নাট্যকার, অভিনেতা, গীতিকার ও সুরকার, মঞ্চ,ছেলিভিশন ও চলচ্চিত্র আমিরুল ইসলাম,
স্বাগত ব্যক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম শফিউল আযম শফিক, সহ সভাপিত মোস্তাফিজুর রহমান সুমন, সহ সভাপিত গবেষক এস এস রুশদী, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক তসলিমা শিল্পী,যুন্গ সাধারণ সম্পাদক সোহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক তৌফিক ডলার,যুগ্ন প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক নাট্য কর্মি হাসান শেলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সাদিয়া ফারজানা মহুয়া,নির্বাহী সদস্য মুক্তি ঘোষ,নির্বাহী সদস্য শ্যামলী ইসলাম,শামিমা খাতুন। উপদেষ্টা মন্ডলীদের মধ্যে বক্তব্য রাখেন,
বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান মতি,
চিত্র শিল্পী, নাট্যকার সংগঠন শিক্ষক জাফর আহমদ,
আবৃতিকার ও সংগঠক আসলাম হোসেন,
নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মনো মজুমদার
নাট্য ব্যক্তিত্ব ও সংগঠক মোঃ মোখলেছুর আলম বাবু,নাট্যকার নাট্য প্রশিক্ষক ও কবি আসলাম আলী, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজন রহমান।
অনুষ্টানটি সঞ্চালনা করেন সম্পাদক এস এম শফিউল আযম শফিক,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *