কুষ্টিয়া খাতের আলী ডিগ্রি কলেজে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
আজ ১৫ ডিসেম্বর ২০২৪ ২০২৪,।।
রাজনৈতিক,ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা পরিহার এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে কুষ্টিয়া সদর উপজেলার খাতের আলী ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় “দি হাঙ্গার প্রজেক্টের “এমআইপিএস প্রকল্পের আওতায় সদর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে কলেজের সভাকক্ষে কুষ্টিয়ার সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস অ্যাম্বাসেডর জনাব আব্দুল মান্নান বাদশা এর সঞ্চালনায় এবং কো-অর্ডিনেটর অধ্যাপক মোহা.শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাতের আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: আমিরুল ইসলাম।
মতবিনিময় সভায় মূল বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান, পিস অ্যাম্বাসেডর জনাব আব্দুল মান্নান বাদশা। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইয়ুথ লিডার মো: গোলাম মওলা, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী মো: সবুজ হোসেন, শিক্ষক জনাব মোহাম্মদ মঈন উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন: জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য মো: শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র নাথ সেন, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জাকের অলী শুভ,আব্দালপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী হায়দার স্বপন,সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী, বিএনপি ইউনিয়ন সভাপতি অধ্যাপক মো: মহাসিন আলী, প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দীন, স্থানীয় ধর্মীয় নেতা ড. ওসমান আলী, জাতীয় গণফ্রন্ট নেতা অধ্যাপক সত্যনাথ বিশ্বাস, ছাত্র নেতা মো: আশিকুর রহমান, আইসিটি শিক্ষক মো: আতিকুল গণি আতিক, সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিরা।