কুষ্টিয়ায় দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৩,
৩১ বছর পেরিয়ে ৩২ বছরে পা, দৈনিক ভোরের কাগজ এর আজ জম্মদিন । সৃষ্টি সুখের উল্লাসে ১৯৯২ সালের ১৫ ফেব্রুয়ারি ‘মুক্তচিন্তার দৈনিক’ স্লোগানকে বুকে ধারণ করে এক ঝাঁক উদ্যমী তরুণের প্রচেষ্টায় সংবাদপত্রের প্রচলিত পথ চলতে শুরু করে। আজ তারই জম্মদিন, কুষ্টিয়া প্রেসক্লাবে। আয়োজন করেছেন র্নিভিক কলম শৌনিক কুষ্টিয়ার প্রতিনিধি নূরে-আলম দুলাল । ভোরের কাগজের দায়িত্ব নিয়ে কুষ্টিয়া জেলার অনেক গুরুত্বপূর্ন্য সংবাদ প্রকাশ করে আসছেন নূরে-আলম দুলাল।