কুষ্টিয়া থেকে আর.ও.এইচ ফাউন্ডেশন তুরস্ক ও সিরিয়ায় ত্রাণ পাঠালেন

শেয়ার করুন

্ইয়ামিন মাউন।। গত ৭ই ফেব্রুয়ারীতে তুরষ্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভয়াল ভুমিকম্পে লন্ড ভন্ড গোটা দেশ,প্রতিনিয়ত মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।তুরস্ক ও সিরিয়া বর্তমানে ইতিহাসের সবথেকে দূর্দিন অতিবাহিত করছে,তাঁদের এই বিপদের সময় আর.ও.এইচ ফাউন্ডেশনজানায় অন্তরের অন্তরস্থল থেকে সমবেদনা এবং সামান্য সহযোগিতা। অন্য দেশের মতো বাংলাদেশের জনগণের কাছ থেকেও সাহায্যের আবেদন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতমোস্তফা ওসমান তুরান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে সামাজিক উন্নয়নমুলক প্রতিষ্ঠান আর.ও. এইচ ফাউন্ডেশন।শনিবার কুষ্টিয়ার হেড অফিস থেকে আর.ও.এইচ ফাউন্ডেশনের ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার(টিকা) কার্যালয়ে। আর.ও. এইচ এর পাঠানো ত্রাণের তালিকায় ছিল ২ হাজার প্যাকেট শুকনো খাবার। ৩শ’র অধিক কম্বল।২শ’র বেশি মানুষের জন্য হাত মুজা, পা মুজা, টুপি, কাফনের কাপড়, সানেটারি নাপকিন, বেবি ডায়পার। আর.ও.এইচফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক অলাভজনক প্রতিষ্ঠান। যার মাধ্যমে সমাজের অসহায়, দারিদ্র্য, ক্ষুদার্ত,দূর্যোগকবলিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আর ও.এইচ ফাউন্ডেশন এখন পর্যন্ত ১৭টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে,যারমধ্যে উল্লেখযোগ্যঃ করোনা কালীন সময়ে খাদ্য—সামগ্রী ও মাস্ক— হ্যান্ড স্যানিটাইটার বিতরণ, সিলেটে বন্যা কবলিত মানুষেরমাঝে ত্রাণ বিতরণ, অনাথ ও পথশিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প,প্রতিবন্ধী ও এতিম শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, স্বনির্ভর প্রজেক্ট,ঈদ আনন্দ প্রজেক্ট, অসহায়ের জন্য কুরবানী, সবার জন্য খাদ্য ইত্যাদি। আর.ও.এইচ ফাউন্ডেশনের চলমানপ্রজেক্টগুলো হলঃ ডি.সি.সি (ডিজেবল চাইল্ড কেয়ার),ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ, সবার জন্য খাদ্য, মাসিকফুডপ্যাক বিতরণ, দূর্যোগ কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ইত্যাদি। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আর.ও.এইচ ফাউন্ডেশনসর্বদা অসহায় মানুষের আছে এবং থাকবে। আর.ও.এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান মির্জা আফরাজুর রহমান জিহানবলেন, সামান্য কিছু সেকেন্ডের ব্যবধানে তুরস্ক ও সিরিয়ার ধনী গরিব সকলেই আজ একই জীবনযাপনের সাধ উপভোগ করছে।আমরা মানবতার কাজ করি এবং আমি মনে করি এই সকল মহামারী, দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদেরসকলের দায়িত্ব, তাই সেই দায়িত্ববোধ থেকে আমরা আর.ও.এইচ ফাউন্ডেশন চেষ্টা করেছি তুরস্কের ভূমিকম্পে খতিগ্রস্ত মানুষেরপাশে দাড়ানোর।তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভুমিকম্পে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদেরজানায় সমবেদনা এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা জানায় অনতিবিলম্বে তুরস্ক ও সিরিয়া সকল বিপদ কাটিয়ে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *