কুষ্টিয়া পৌরসভার মেয়র কার্যালয়ে চুরি
আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৩।।
কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর কার্যালয়ে শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। এতে কার্যালয়ে থাকা সিসি ক্যামেরার ডিভাইস,শিক্ষাবৃত্তির জন্য রাখা নগদ অর্থসহ বেশ কিছু ঢকুমেন্ট চুরি হয়েছে। রোববার সকালে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। এদিকে চুরির ঘটনায় রোববার দুপুরে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জরুরী সংবাদ সম্মেলন করেন তার কার্যালয়ে। চুরির ঘটনাটি পরিকল্পিত দাবী করে অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।