বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে
বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে
২৭ ফেব্রুয়ারি ২০২৩, অন্তর হোসেন।।
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে যে কথাবার্তা বলে ভাওতাবাজী করছেন। বিএনপি আন্দোলন করে এ সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে বলেন নিজেদের অস্তিত্ব যদি সংকটে পড়তে না হয় সেদিকে খেয়াল রেখে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান। তিনি আরও বলেন নির্বাচন সংবিধান অনুযায়ী ও বর্তমান সরকারের অধিনেই এ নির্বাচন হবে। নির্বাচন করার ক্ষেত্রে যদি আরও গ্রহণ যোগ্য করার জন্য ভালো পরামর্শ থাকে সেটা দিতে পারেন। তিনি বলেন সরকারকে বাদ দিয়ে অসংবিধানিক পন্থায় এ দেশে আর কোন নির্বাচন হবে না। বিডিআর হত্যা সম্পর্কে তিনি বলেন বেগম খালেদা জিয়া ২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকান্ডের দিনটি সেদিন তার গতিবিধি এবং আচরণ ছিল খুবই সন্দেহজনক। যে সন্দেহটা এ ঘটনার সম্পর্কে তাকে ইঙ্গিত করে। এতে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এবং উল্টাপাল্টা কথাবার্তা বলছেন।
মিডিয়ার মাধ্যমে মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন বিডিআর হত্যা বিষয়টি জাতি জানতে যায়। হত্যাকান্ডের দিনটি বেগম খালেদা জিয়া সকাল বেলায় বেড়িয়ে দুইদিন কোথায় ছিলেন, কেন গিয়েছিলেন জাতি জানতে চায়। তাহলে বুঝা যাবে বেগম খালেদা জিয়া এবং তার নেতারা এ হত্যাকান্ডে সাথে জড়িত ছিল কি ছিল না।
আজ সোমবার বেলা ১০টায় কুষ্টিয়া মোহিনী মিল্স মাঠ প্রাঙ্গনে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর ইসলাম, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ উপস্থিত ছিলেন।