কুষ্টিয়ার সাব-রেজিস্ট্রার অফিসে মুখপোড়া হনুমান
আজ ৫ মার্চ ২০২৩,।।
মুখপোড়া হনুমান প্রাইমেট বর্গের অন্তর্গত লম্বা লেজযুক্ত বানর। আজ সকাল থেকে কুষ্টিয়ার সাব-রেজিস্ট্রার অফিস চত্বর দেখা যায়। বেলা ২ টার পর সদর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক মোঃ সাইদুল ইসলাম হনুমানটা কে কিছু খাবার দিলে খায় না। দলিল লেখক এর পাশে বসা হাটশ হরিপুর ইউনিয়েনর বোয়ালদাহ গ্রামের কালাম বলে কিরে জমি রেজিষ্টেশন করবি তোর কাগজ পত্র দেখা। মুখপোড়া হনুমানটি খুব মনোযোগ সহকারে কাগজ দেখাচ্ছে তার চিত্র-
( PIC-Realtime kushtia)।