হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানে পবিত্র শব-ই-বরাত উদযাপন উপলক্ষ্যে আখেরী মোনাজাত
পবিত্র শব-ই-বরাত উদযাপন উপলক্ষ্যে হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানে ৭ মার্চ ১৪ শাবান ও ৮ মার্চ ১৫ শাবান আজ বুধবার বাদফজর থেকে সওয়াব রেহেসানী,তাফসির মাহাফিলে প্রধান বক্তা ওয়াজ করেন,হাটশ হরিপুর ইউনিয়নের কেন্দ্র মজিদের ইমাম হযরত মাওঃ মোঃ হাফিজুর রহমান জিহাদী, দ্বিতীয় বক্তা বক্তব্য করেন,সুমিষ্ট ভাষী হযরত মাওঃ মুনছির আহম্মেদ হেলালী ও স্থানীয় ওলামায়েরা। সভাপতিত্ব করেন,হাটশ হরিপুর ইউনিয়ন গোরস্থানের সভাপতি এড.জহুরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন,উক্ত ওয়াজ মাহাফিলে ১৫ হাজারের বেশী লোক উপস্থিত ছিলেন। সকাল ৮ টার পর আখেরী মোনাজাত অনুষ্টিত হয়।