কুষ্টিয়ায় র্যাবের অভিযানে প্রতারণা মামলায় এক গ্রেফতার
আজ কুষ্টিয়ায় র্যাব-১২ এর অভিযানে সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২৩ তারিখ দুপুর ০১:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চর মিলপাড়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার খোকসা থানার মামলা নং-২, তারিখঃ ০২ মার্চ ২০২৩, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামি মোঃ জহির আলিম (৪০), পিতা-মৃত ছলিম উদ্দিন মন্ডল, সাং-ভালুকা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খোকসা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই প্রতারক কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার অফিসের নকল-নবিশ। জাল সাক্ষরিত দলিলের কাগজ-পত্র’র ধরা পরায় দীর্ঘ দিন নকল-নবিশ অফিসে তার চাকরি নেই বলে জানান বেশ কয়একজন নকল-নবিশরা। এই জহিরের নামে মাদকের মামা ও রয়েছে কুষ্টিয়া থানায়।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।