রাহেলার হোটেল লাউ এর জানলা,ঝাল গাছ ও সবজি রান্না করা তরকারী নষ্ট
কুষ্টিয়া সদর হাসপাতালের পশ্চিমে পৌষ্ট অফিস রোড এর রাহেলা বেগমের খাবার হোটেল ভেঙ্গে দশ কেজি আঠা আর রান্না করা তরকারী নষ্ট করলেন কুষ্টিয়া পৌরসভার উচ্ছেদ গাড়ী। হোটেলের চালের উপর ছিলো বিশাল বড় একটি “লাউগাছের জানলা আর নীচে ছিলো কিছু ঝাল গাছ ও সবজী। রমজার মাস হলেও প্রতিদিন রাহেলা বেগমের হোটেলে সকালের নাস্তা আর দুপুরের খাবার খান রিক্স-ভ্যান শ্রমিকরা। দিন-মুজুরী শ্রমিকদের কাছে ২ বেলা খাবার বিক্রয় করে কুষ্টিয়া কোর্ট পাড়া এলাকার রাহেলা বেগম দশজন মানুষের সংসার চালায়। দীর্ঘ ৫ বছর কুষ্টিয়ার হাসপাতাল রোড পৌষ্ট অফিসের সামনে একটি বড় ছাবড়াঘর করে ব্যাবসা করে আসচ্ছে রাহেলা বেগম। আজ সকালে কুষ্টিয়া পৌরসভার উচ্ছেদকৃত গাড়ী এসে ভেঙ্গে দিলো হোটেল নষ্ট হলো দশ কেজি আটা আর রান্না করা তরকারী। এবিষয়ে হোটেল ব্যাবসায়ী রাহেলা সাথে কথা বললে তিনি বলেন, কোনো নোটিশ ছাড়ায় হঠাৎ এসে ভেঙ্গে দিলো।