কুষ্টিয়া শহর শাখা আই,বি,ডাবলিউ,এফ এর উদ্যোগে ইফতার ও দোওয়া মোনাজাত অনুষ্টিত হয়

শেয়ার করুন

আজ ৩১ মার্চ ২০২৩।। কুষ্টিয়ায় IBWF এর উদ্যোগে বিশিষ্ট ব্যাবসায়ীদের ইফতার ও দোওয়া মোনাজাত অনুষ্টিত হয় কুষ্টিয়া চিলিস ফুড পার্কে। অনুষ্টান শুরুতে পবিত্র কোরান থেকে তেলায়াত করেন কুষ্টিয়া আই,বি,ডাবলিউ এফ এর
সাধারন সসম্পাদক ছফর আলী,স্বাগত বক্তব্য রাখেন আই,বি,ডাবলিউ এফ এর কুষ্টিয়া শহর শাখার সভাপতি ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ব্যাস্থপনা সম্পাদক, ব্রাদার্স ফুড প্রোডাক্টস এর ব্যাবস্থপনা পরিচালক আরিফুর রহমান,তিনি বলেন পুজি মাত্র ১০ হাজার খুলে দেবে ব্যাবসার দার। বিশেষ অতিথি ছিলেন আই,বি,ডাবলিউ এফ এর বিশিষ্ট ব্যাবসায়ী মো:আলী আজম, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল বারী, তিনি তার বক্তব্যে বলেন আমরা যারা ব্যাবসা করি তা যেনো আল্লাহর সন্তুষ্টির অজর্নের জন্য হয়। অারও উপস্থিত ছিলেন কুষ্টিয়া আই,বি,ডাবলিউ এফ এর সহ-সভাপতি ও ফুড ভ্যালির পরিচালক খুরশেদ আলম মৃদল, কুষ্টিয়া জেলার আই,বি,ডাবলু,এফ তদারকারী খাইরুল আলম রবিন সহ
কুষ্টিয়া আই,বি,ডাবলিউ এফ এর ইফতার ও দোওয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়ার সকল ব্যাবসায়ীরা। অনুষ্টানটি সঞ্চলনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সামসুজ্জামান জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *