কুষ্টিয়া বাসীর র্দীঘ দিনের দাবী ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্র চালু হবে ১৬ এপ্রিল
আজ ১২ এপ্রিল ২০২৩,।। জেলা পরিষদ কুষ্টিয়ার বার্মিজ গলিতে ইন্ডিয়ান ভিসা অফিস উদ্ধোধন হবে আগামী ১৬ এপ্রিল। গত মঙ্গলবার রোটারী ক্লাবে এক ইফতার দোওয়া মাহফিলের আলোচনা সভায় এতথ্য জানান কুষ্টিয়ার জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রোটারী ক্লাব অব কুষ্টিয়ার এডিশনাল গভর্নর অজয় সুরেকা।
( কুষ্টিয়া বার্মিজ গলি রাত্রের চিত্র)