কুষ্টিয়ায় বন্ধুর পিস্তলের গুলিতে বন্ধু আহত।
আজ ২৫ এপ্রিল ২০২৩ অন্তর হোসেন
কুষ্টিয়া শহরের দেশয়ালি পাড়ায় বন্ধুর পিস্তুলের গুলিতে গুলিবদ্ধ হন অরুন কর্মকার নামের এক স্বর্ন ব্যবসায়ি। অরুন কর্মকারের বাড়ি শহরের আমলাপাড়া হাসিব ড্রিম স্কুলের সামনে। আহত বন্ধু হলেন রাজারহাট মোড়ে জগন্নাথ কর্মকারের ছেলে অরুণ কর্মকার, পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী।
পরিবার সূত্রে জানা যায়, দেশয়ালিপাড়ার রবিউলের বাড়ীতে আহত অরুন কর্মকার ও তার বন্ধু ঠান্ডু সহ অনেকে বসে আড্ডা দেওয়ার সময় ঠান্টুর লাইসেন্সকৃত পিস্তুত দেখতে চায় অরুন। এরপর ঐ পিস্তলটি আহত অরুন কর্মকার নাড়াচারা করার সময়ে পিস্তুলের টিগারের টিপ লেগে গুলি বের হয়ে অরুন কর্মকারের বাম হাতের উপরীভাগে লেগে গুরুত্ব আহত হন তিনি। পিস্তুলের গুলির শব্দ শুনে স্থানীয়রা রবিউলের বাড়ীতে ছুটি আসলে আহত অরুনকে দ্রুত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন বর্তমানে তিনি ১০ নং ওয়ার্ডে ভর্তি আছেন।
এ বিষয়ে মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন আহত অরুন কর্মকারকে দ্রুত এক্সেরে করার পর তার দেহে কোনো গুলি ছিল না। গুলি লাগার সময়ে হাতের উপরে লেগে বাইরে বের হয়ে যায়। বর্তমানে তার অবস্থা আশংকামুক্ত বলে জানান।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বন্ধুর আড্ডার ফাঁকে লাইসেন্সকৃত পিস্তলের গুলিতে আহত অরুন কর্মকার। তবে কি কারণে তার গায়ে গুলি লাগল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে ঠান্টুকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।