শব্দদূষণে হাঁস-মুরগীও ডিম দিতে ভূলে যায়,শব্দদুষণ একটি নীরব ঘাতক
আজ ২৬ এপ্রিল ২০২৩, আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩। ২০০৬ শব্দদুষণ ( নিয়ন্ত্রণ ) বিধিমালা- ২০০৬ অনুসারে শব্দদুষণ একটি দন্ডনীয় অপরাধ। আর এই অপরাধের জন্য অনধিক এক মাস কারাদন্ড বা অনধিক ৫ হাজর টাকা অর্থদন্ড বা উভয়দন্ড। এক মাস সিয়াম সাধনার পর গত ২২ এপ্রিল ঈদ-উল ফিতরের ঈদ। আর এদিকে
চাঁদ রাত থেকে এপযন্ত গর্ভীর রাত পযন্ত এক শ্রেণীর বকাটি ছেলেরা রাস্তা-ঘাট,সহ বিভিন্ন প্রতিষ্টানে সাংস্কৃতিক অনুষ্টানে, উৎসবে লাউড স্পিকার ব্যবহারে শব্দদুষণ করছে
আইনকে বৃদ্ধা আঙ্গল দেখিয়ে হাটশ হরিপুর ইউনিয়ন সহ কুষ্টিয়া জেলার বেশীর ভাগই স্থানে। যানবাহনের অতিমাত্রায় সাধারণ ও উচ্চমাত্রার ( হাইড্রোলিক ) হর্নের ব্যবহার যানবাহনের অনুসংগ হিসেবে ব্যবহৃত যন্ত্রাংশের শব্দ; তো আছেই। কুষ্টিয়া শহর সহ গ্রাম এলাকায় বেশ কয়একটি বকাটি ছেলে মোটরসাইকেল উচ্চমাত্রায় হাইড্রোলিক হর্ন লাগায়ে ও গাড়ীর সাইলেন্সাসার পাইফ খুলে অতিরিক্ত উচ্চমাত্রায় শব্দ তৈরি করে গাড়ী চালাচ্ছে। আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উপলক্ষ্যে আপনাদের পদক্ষেপ কি ছিলো- এবিষয়ে টি আই-টু মোঃ শাহিনুর রহমান বলেন, সকালে আমরা পরিবেশ অধিদপ্তর এর অনুষ্টানে যোগদান করেছি এবং আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উপলক্ষ্যে শব্দদুষণ ঘাতক নিয়ন্ত্রণের জন্য আমরা কাজ এপযন্ত করে যাচ্ছি।