শোক সংবাদ,হরিপুরের আসলাম মাষ্টার চলে গেলেন না ফেরার দেশে
আজ ২৭ এপ্রিল ২০২৩,।। হাটশ হরিপুর,ফারাজী পাড়া নিবাসী মুত্যঃ তছির মন্ডলের ছোট ছেলে খালেক ও মান্নানের ভাই আসলাম উদ্দিন (৪৮) নতুন সূর্য শিক্ষা নিকেতনের সাবেক শিক্ষক ও বর্তমান নিজ কর্মস্থল খুলনা জেলার চুকনগর বি আর বি শাখায় বৃহস্পতিবার ভোর ৫ ঘটিকার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন,
(“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”) তার
জানাযার নামাজ আজ বাদ আসর হাটশ হরিপুর ইউনিয়ন ঈদগাহ ময়দানে অনুষ্টিত হবে।