কুষ্টিয়ার বাজারে অপরিপক্ব আম বিক্রয় করছে

শেয়ার করুন

আজ ২৯ এপ্রিল ২০২৩,।। প্রতি বছরে দেখা যায় সাতক্ষীরার আম কুষ্টিয়ার বাজারে। কিন্তু সাতক্ষীরার আম ক্যালেন্ডারের নিয়ম অনুসারে আগামী ১২ মে ২০২৩ তারিখ থেকে গোপালভোগ, গোবিন্দভোগ,বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাত ১২/০৫/২০২৩ খ্রিঃ তারিখ থেকে শুরু : গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাত ২৫ মে ২০২৩ তারিখ থেকে শুরু হিমসাগর/ক্ষীরশাপাতি ১ জুন ২০২৩ তারিখ থেকে শুরু ল্যাংড়া
১৫ জুন ২০২৩ তারিখ থেকে শুরু : আম্রপালি
এ সময়ের পূর্বে যদি কোন আম চাষী বা ব্যবসায়ী আম পরিপক্ক হয়েছে বলে মনে করেন, তবে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার’কে অবহিত করে উপসহকারী কৃষি কর্মকর্তা স্বাক্ষরিত ও উপজেলা কৃষি অফিসার প্রতিস্বাক্ষরিত আমের পরিমাণ উল্লেখপূর্বক সম্মতিপত্র গ্রহণ করে আম সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন। প্রথম ধাপে গাছ থেকে পেড়ে বাজারজাতকরণ কথা থাকলেও গত ২৬ এপ্রিল ২০২৩ তারিখ থেকে কুষ্টিয়া চাঁদসুলতান স্কুলের ফল ব্যাবসায়ী অপরিপক্ব গোবিন্দভোগ আম বিক্রয় করছে। নিউ মিতালী ভান্ডার সৈয়দ আহাসান হাবিব নয়ন গত ২৭ এপ্রিল ২৯২৩ তারিখে ৪০ ট্রেরে অপরিপক্ব গোবিন্দভোগ আম সাতক্ষীরার থেকে নিয়ে এসে কুষ্টিয়ায় বাজারজাত করেন নয়ন। অপরিপক্ব গোবিন্দভোগ আম বিক্রয় না করার জন্য কুষ্টিয়ার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *