কুষ্টিয়া অজিপাটিকোর বিদ্যুৎ অফিসের জায়গায় দোকান নির্মান ও অন্যর জমি দখোল করে বসে আছে প্রভাবশালী তুফান।

শেয়ার করুন

ইয়ামান মাউন ।। কুষ্টিয়া কালিশংকরপুর ভূজঙ্গ ভূষন ঘোষ লেন, কালিশংকরপুর কুষ্টিয়া অজিপাটিকোর বিদ্যুৎ
অফিসের দক্ষিণ কোনে পাকা দোকান নির্মান করে বসে আছে প্রভাবশালী তোরিকুল ইসলাম তুফান। শুধু তাই নয়, জানা যায় তুফান ( ৪২ ) দীর্ঘ কাল যাবদ পেশীশক্তির জোরে মৃত মানিক মিয়ার ছেলে সাংঃ ভূজঙ্গ ভূষন ঘোষ লেন,কালিশংকরপুরের মাহাতাব উদ্দিন আহম্মেদ এর নামীয় স্বত্ত্বদখলীয় বস বাড়ীর ৪ কাঠা সম্পত্তি মাঝখানে হাফ কাঠা জমির মালিক হয়ে তোরিকুল ইসলাম তুফান জোরপূর্বক অন্যায়ভাবে চলাচল করে আসচ্ছে। এবিষয়ে মাহাতাব উদ্দিন আহম্মেদ গত ইং ২৫/০৬/২০১৯ তারিখে ৫২৭৬ নং ঘোষকবলা দলিল মূলে ফারুক আহমেদ, মাহাতাব উদ্দিন দরখাস্তকারীর পুত্র বরাবর উক্ত ০০৮৬ একর সম্পত্তি বিক্রয় করিয়া দখল হস্তান্ত করেন।
আর,এস প্রজা মন্তাজ আলী নিজে গত ইং ২৭/০৬/১৯৯০ তারিখে ৫৮৯৮ নং দলিল মূলে দরখাস্ত কারী মাহাতাব উদ্দিন বরাবর ০১ একর সম্পত্তি বিক্রয় করিয়া দখল হস্তান্ত করে। আর, এস প্রজার পুত্র মহাসিন গত ইং ২৭/০৮/২০১৫ তারিখে ৭০৩৯ নং দলিলে ০০৮৬ একর সম্পত্তি আব্দুল হালিম কাছে বিক্রয় করিয়া দখল হস্তান্ত করেন। মন্তাজ আলীর কন্যা ফরিদা বানু, গত ইং ২০/০২/২০১১ তারিখের ১৯০৪নং ঘোষকবলা দলিল মূলে ০০৪৩ একর সম্পত্তি বিক্রয় করিয়া দখল হস্তান্ত করেন। মন্তাজ আলীর পুত্র মনোয়ার হোসেন ও অপর কন্যা ভানু খাতুন গত ইং ২৫/০৩/২০১৫ তারিখে ২৮৯৮ নং শোষকবলা দলিল মূলে ০১২৯ একর সম্পত্তি আব্দুল হালিম কাছে বিক্রয় করিয়া দখল হস্তান্ত করেন। মতাজের অপর পুত্র মুস্তাক শেখ গত ইং ০২/০৪/২০১৫ তারিখে ৩১৩০ নং ঘোষকবলা দলিল মূলে ০০৮৬ একর সম্পত্তি বিক্রয় করে। মন্তাজ শেখের অপর দুই কন্যা রাবেয়া খাতুন ও মরিয়ম খাতুন গত ইং ১৪/০৭/২০১৬ তারিখে ৬০১৭ নং ঘোষকবলা দলিল মূলে দরখাস্তকারীর পুত্র কাছে ০০৮৬ একর সম্পত্তি বিক্রয় করিয়া দখল হস্তান্তরে নিঃস্বত্ত্ববান হয়েন। এরূপে দরখাস্তকারী তাহার পুত্র এবং ভাতিজা একত্রে .০৭০১ একর সম্পত্তি ক্রয় করিয়া নিজ নামে নামপত্তন করতঃ আধা পাকা বিল্ডিং নির্মাণে সন খাজনাদী কুষ্টিয়া প্রদানে ভোগদখলরত আছেন। উক্ত তুফান গং কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১১২/২০২১ নং মিস মোকদমা দায়ের করিলে উক্ত মোকৰ্দ্দমায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্ব-স্ব স্থানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু তাহা অমান্য করিয়া উক্ত সম্পত্তিতে জোরপূর্বক ভাবে তারিকুল ইসলাম তুফান, পিতাঃ মৃত মুন্তাজ শেখ, তন্ময়, পিতাঃ তারিকুল ইসলাম তুফান এবং মোছাঃ সুলতানা বেগম,জংঃ তারিকুল ইসলাম তুফান,সর্ব সাংঃ ভূজঙ্গ ভূষন ঘোষ লেন,কালিশংকরপুর,কুষ্টিয়া পোষ্ট, থানা ও জেলা, কুষ্টিয়াগণ আমার ক্রয়কৃত সম্পত্তির সীমানা দিয়া প্রতিনিয়ত চলাচলসহ বিভিন্নভাবে আমার চলাচলে বিঘ্ন সৃষ্টি করিতেছে। আমি দরখাস্তকারী বারংবার তাহাদের নিষেধ করিলেও তাহারা আমার কথা অমান্য করিয়া আমাকে নানাভাবে হুমকি ধামকি দিতেছে। এব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *