এলএনজি সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগবে: প্রতিমন্ত্রী

শেয়ার করুন

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে ব্যাহত হওয়া এলএনজি সরবরাহ আগের অবস্থায় ফিরে আসতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তবে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটি থেকে গ্যাস সরবরাহ আগামী দুই তিন দিনের মধ্যে শুরু হলে এসময়ের মধ্যে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশাও করছেন তিনি।

রোববার সচিবালয়ে মোখার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগরে দুটো ভাসমান এলএনজি টার্মিনালের একটি দূরে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হয়। আরেকটি আগের কাছাকাছি অবস্থানেই ছিল। তবে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতের সঞ্চালন কিংবা বিতরণ লাইনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার একদিন আগে শুক্রবার রাতে সতর্কতামূলকভাবে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এতে গ্যাসের জাতীয় গ্রিডে সরবরাহ কমে গেলে সংকট দেখা দেয়, যাতে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিদ্যুতের ঘনঘন লোড শেডিং শুরু হয় দেশজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *