পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম আহত-১

শেয়ার করুন

১৮ মে ২০২৩,।।
কুষ্টিয়া সদর জিয়ারখীতে পূর্ব শত্রুতার জের ধরে মোকাদেস প্রফেসর (৫৫) নামে একজনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর ভাবে কুপিয়ে জখম করেছেন বিরোধীপক্ষের লোকজন। আহত মোকাদেস ছিলেন কুমারখালী মধুপুর কলেজের প্রফেসর।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোকাদেস প্রতিদিন কেনালে থুরকুজ দিয়ে মাছ ধরতে যায়, প্রতিদিনের ন্যায় আজকেও তিনি কেনালে মাছ ধরতে গেলে বিরোধীপক্ষের লোকজন, পিতা মাহমুদ আলীর ছেলে জয়নাল ডাক্তার (৬০) সাং- জিয়ারখী, নামে কয়েকজন মিলে পরিকল্পিতভাবে (১৭ মে বুধবার) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর ভাবে আহত করেন। ঘাতক জয়নাল ছিলেন গ্রামের পশু ডাক্তার

পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন মিলে আহত মোকাদেস’কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এমনও তো অবস্থায় গ্রামেটিতে টান টান উত্তেজনা বিরাজ করছে এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।নিউজ টি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *