খোকসায় বাসের চাপা পড়ে দুই বন্ধু নিহত
আজ ২৫ মে ২০২৩,।।
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহি বাসের চাপায় মটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছে।বেলা ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে রাজবাড়ী গামী যাত্রীবাহি বাস পিছন থেকে মটরসাইকেলকে চাপা দিলে দুইজনই ঘটনাস্থলে মারা যায়।
নিহত শিক্ষার্থীরা হলেন-কুমারখালী উপজেলার চরভবানীপুর গ্রামের বাসিন্দা ইফাদ আলীর ছেলে আবু মুশা (১৯) এবং খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা আবু বক্কারের ছেলে পারভেজ হোসেন (১৮)। নিহত দুইজনই খোকসা উপজেলার সোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষ মানবিক বিভাগের শিক্ষার্থী।
ঘটনাস্থল থেকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক শাহাবুদ্দিন জানান,খোকসার আবু তালেব ডিগ্রী কলেজের শিক্ষার্থী পারভেজ তার বন্ধু মুছাকে নিয়ে একই মটরসাইকেলে শিমুলিয়ার ইউটিউব ভিলেজে বেড়াতে যাচ্ছিলেন। চাপা দেওয়া বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেন। এসময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।