কুষ্টিয়ায় শেখ রাসেল রোলার স্কেটিং’র ৭দিনের প্রশিক্ষণ উদ্বোধন

শেয়ার করুন

আজ ১৮ জুন ২০২৩ বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুষ্টিয়ায় শেখ রাসেল রোলার স্কেটিং’র ৭দিনের প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। গতকাল (শনিবার) বিকেলে দিকে কুষ্টিয়া ষ্টেডিয়াম জিমন্যাসিয়াম ভবনে এ প্রশিক্ষণ উদ্বোধন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি মকবুল হোসেন লাবলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. অনুপ কুমার নন্দী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম মাসুম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন সুস্থ দেহ ও ভাল মন এবং শারীরিক বিকাশের পাশাপাশি খেলাধুলার জন্য স্কেটিং একটি ভাল খেলা। বর্তমানে কুষ্টিয়াতে অনেক সংখ্যক স্কেটিং সদস্যরা বেড়ে গেছে। কুষ্টিয়ার ছেলে ও মেয়েরা এ খেলা দেশের পাশাপাশি বিদেশে খেলাধুলা করে গর্ব অর্জন করবে বলে তিনি আশাবাদী।
আরও কুষ্টিয়ায় স্কেটিং ক্লাবের সভাপতি ফরহাদ করিম রাব্বী, সাধারণ সম্পাদক আমির—উল—ইসলাম আলিফ এবং প্রতিষ্ঠাতা নাজমুল হাসান শাহরিয়ারসহ উক্ত ক্লাবের ছাত্র—ছাত্রী এবং অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ৫০জন শিক্ষার্থীদেরকে স্কেটিং জন্য স্কেট সু বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *