র্যাব—১২ ও র্যাব—৪ এর যৌথ অভিযানে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
গত ১৮/০৬/২০২৩ ইং তারিখ রাত ১০.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—১২’র স্পেশাল কোম্পানী এবং র্যাব—৪ এর সিপিসি—৩, মানিকগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণকারী মামলায় এজাহার নামীয় আসামী মোঃ শরিফ প্রামানিক (২৩), পিতাঃ মৃত নেজামত প্রাং, সাং—চর গোপালপুর, থানা—বেলকুচি, জেলা—সিরাজগঞ্জ সূত্রঃ বেলকুচি থানার মামলা নং—১১/১০৮ তারিখঃ ২১/০৫/২৩ ইং; ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৩০ মূলে গ্রেফতার করা হয়।
ভিকটিম মোছাঃ নুরী খাতুন ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপাড়া করত। আসামী মোঃ শরিফ হোসেন (২৩) ভিকটিম মোছাঃ নূরী খাতুন এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তা হতে অজ্ঞাতনামা একটি মাইক্রো যোগে অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে ধর্ষণ করে গত ২১ মে ২০২৩ তারিখ থেকে প্রায় ০১ মাস যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে, র্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী মোঃ শরিফ প্রাং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন জয়মন্টপ বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।