টাইটানিক ডুবোযানের খোঁজঃ তল্লাশি এলাকা সম্প্রসারণ,নতুন শব্দ শনাক্ত।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, টাইটান নামের ওই ডুবোযানটির খোঁজে চলা তল্লাশি অভিযানের সময় নতুন আরও শব্দ শনাক্ত হয়েছে।
কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে ডুব দেওয়া ডুবোযান টাইটানের খোঁজ এখনও মেলেনি।
যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানিয়েছে, টাইটান নামের ওই ডুবোযানটির খোঁজে চলা তল্লাশি অভিযানের সময় নতুন আরও শব্দ শনাক্ত হয়েছে।
কোস্টগার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক জানিয়েছেন, এসব শব্দের উৎস কী তারা এখনও জানতে পারেননি, কিন্তু উদ্ধারকর্মীদের দলগুলো শব্দের উৎসের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার ভোররাতের (১০.০০ জিএমটি) পর টাইটানের আরোহীদের নিঃশ্বাস নেওয়ার মতো আর কোনো অক্সিজেন যানটিতে থাকবে না বলে জানিয়েছে পর্যটন সংস্থা ওশেনগেইট।
এ পরিস্থিতিতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডুবোযানটির খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে তল্লাশি এলাকার আওতা। এখন উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় ২৬ হাজার বর্গকিলোমিটারজুড়ে ও পানির আড়াই মাইল গভীরতা পর্যন্ত ডুবোযানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
ক্যাপ্টেন ফ্রেডরিক সাংবাদিকদের বলেছেন, “আমাদের আশাবাদী থাকতে হবে।”
আগের হিসাব অনুযায়ী, টাইটন ডুবোযানে অবশিষ্ট অক্সিজেনে আর ১০ ঘণ্টার মতো চলবে।
রোববার পাঁচ আরোহী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়; তারপর থেকে উত্তর আটলান্টিকের বিশাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান চললেও এখন পর্যন্ত একটি ট্রাকের আকারের ২২ ফুট দৈর্ঘের ডুবোযানটির কোনো হদিস পাওয়া যায়নি।
মহাসাগরের তল থেকে আসা শব্দ যেখানে শনাক্ত হয়েছে উদ্ধারকর্মীরা বুধবার উত্তর আটলান্টিকের সেই নির্দিষ্ট এলাকায় তাদের অনুসন্ধান জোরদার করেছেন। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ওই শব্দগুলো নিখোঁজ ডুবোযান থেকে নাও আসতে পারে।