কুষ্টিয়ায় সাংবাদিক নিজামের উপর নগ্ন হামলা

শেয়ার করুন

“দৈনিক দিনের শেষে” পত্রিকার জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচিত ক্রীড়া ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিনের উপর হামলা চালিয়েছে এলাকার চিহিৃত সন্ত্রসীরা। গতকাল শনিবার সন্ধ্যায় পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় নিজামের ওপর হামলা চালায় তারা। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছে। ইতিপূর্বে নিজাম উদ্দিন বে-সরকারি টেলিভিশন ‘দেশ টিভি’তে কর্মরত ছিলেন। আহত সাংবাদিক নিজাম উদ্দিন বলেন,সন্ধ্যায় জুগিয়া মোড়ে দাঁড়িয়ে ছিলাম। এ সময় এলাকার হাফিজ ও মানিকের নেতৃত্বে একদল যুবক তার ওপর হামলা করে। তাদের হামলায় তিনি রক্তাক্ত জখম হন। পরবর্তিতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে দ্রত সময়ের মধ্যে এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার লোকজন জোটবদ্ধ হয়ে প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। হামলার ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান সাংবাদিক নিজাম উদ্দিন । হামলার ঘটনা জানার সাথে সাথে গুরুতর আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে হাসপাতালে দেখতে যান কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর,কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এম যুবায়েদ রিপন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ হোসেন রান সহ সর্বস্তরের গণমাধ্যম কর্মি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *