মৌন মুখর

শেয়ার করুন

লেখক—-
শর্মিলা ভট্টাচার্য,

হঠাৎ কেমন প্রবল ইচ্ছাগুলো-
বদলে গেল তুমুল ঘূর্ণিপাকে,

বদলে যাওয়া ইচ্ছেগুলো তখন-
ফেলল আমায় ভীষণ দুর্বিপাকে।

আতশবাজি পুড়তে থাকা শহর-
মুখটা লুকায় বিশাল ক্যানভাসে,

পরিসীমা মাপতে যাওয়া জীবন-
দুলতে থাকে নড়বড়ে কার্নিশে।

ভাবাবেগে ভারসাম্যে নারাজ-
তোর ছিল শুধু লজিকের আঁতলামো,

নিজস্বতা বিকিয়ে ছিলাম শুধু-
মেনে নিতে তোর কিছু পাগলামো।

হাজার হাজার বছর ধরে আমি-
ধীরে ধীরে খুঁজি শুধু তোকেই,

আবেগ মাখা হঠাৎ কোনো সাঁঝে-
দেখব নীড়ে ফেরা পাখির চোখেই।

তবুও পাখি ফেরেনি বুঝি আজও-
শুধু আবেগের স্রোতেই ভাসা।

কথা দিয়ে কথা রাখেই বা ক’জন-
মৌন মুখর শুধু ভাষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *