কুষ্টিয়ায় রেল সম্পত্তি অবৈধ দখলমুক্ত উচ্ছেদ অভিযান
গত ৩১ জুলাই ২০২৩,ইয়ামান মাউন।।
কুষ্টিয়ায় রেলের সম্পত্তি অবৈধ মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। দুপুর সাড়ে ১২টায় বড় বাজার রেলগেট সংলগ্ন বারোয়ারী তলায় বানিজ্যিক গুরুত্ব সাম্পন্ন ভু-সম্পত্তি উদ্ধার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। পশ্চিমাঞ্চল রেলওয়ে’র ভু-সম্পত্তি কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান। এসময় উচ্ছেদের শিকার এক ব্যবসায়ী এটিকে আইন বহির্ভুত দাবি করলেও বৈধ ইজাদারের আইনজীবী এ্যাড সামস তানিন মুক্তি দাবি করেন, রেলের সম্পত্তি লিজ নিয়ে তার পজিশন বিক্রয় করার বিধি নাই। যারা উচ্ছেদ হচ্ছেন তারা জায়গা ভাড়া চুক্তিতে নিয়ে ব্যবসা করলেও দীর্ঘদিন ধরে ভাড়াও দেন না, দখলও ছাড়েন না। এই অবস্থায় রেল কর্তৃপক্ষ বিধিমতে উচ্ছেদ করে জায়গা খালি করেন।