কুষ্টিয়ায় বিএনপির মিছিল
কুষ্টিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা দাবি এবং সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাটি বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে শুরু হয়ে প্রায় ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলো জেলা পুলিশ। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতারা বলেন, আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে নেতা যিনি জিয়াউর রহমানের শাহাদাতের পর থেকে এই দেশের গণতন্ত্রের প্রতীক হয়ে সারাদেশকে জাগিয়ে তুলেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছিল তাদের বিরুদ্ধে নীরব সংগ্রাম করেছিল। তারপরে আজকের এই আওয়ামী লীগ সরকার, অবৈধ সরকার যারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় তারা মিথ্যে মামলা দিয়ে দীর্ঘ ছয় বছর যাবত দেশনেত্রীকে কারারুদ্ধ করে রেখেছে। এখন হাসপাতালে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবেন এবং বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোলা, প্রকৌশলী জাকির হোসেন সরকার, মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, আব্দুল মঈদ বাবুল, খন্দকার শামসুজ্জাহিদ। কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, সদর উপজেলা বিএনপির আহবায়ক বশিরুল আলম চাঁদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদ সরকার মঙ্গল, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ডাবলু, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আল কামাল মোস্তফা, সদস্য সচিব হাজী মনোয়ার হোসেন, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, সদস্য সচিব সরদার মনিরুজ্জামান কাজল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, জেলা যুবদলের সিনিয়র সহ—সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক জাকারিয়া উৎপল, কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমজাদ হোসেন বিদুৎ, সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি মকলেসুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জু, ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, সদস্য সচিব নিশাদ আহম্মেদসহ নেতৃবৃন্দের নেতৃর্ত্বে মিছিল সহকারে পদযাত্রায় অংশ গ্রহণ করেন।