পাকিস্থানের সাথে পরাজয়ের কারণ জানালেন সাকিব
লাহোরের উইকেট সাকিবদের কাছে বেশ পরিচিত। লিগ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এ মাঠেই খেলেছে। উইকেটের আচরণ শতভাগ বুঝে জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন টাইগাররা। বিশ্বসেরা স্পিনার রশিদ খান, মুজিব উর রেহমানদের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তুলেছিল বাংলাদেশকে। আত্মবিশ্বাসী টাইগাররা স্বপ্ন নিয়ে গতকাল খেলতে নামেন পাকিস্তানের বিপক্ষে। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে দেখা গেল টাইগার ব্যাটিংয়ের সেই পুরনো চিত্র, ব্যাটিং ব্যর্থতা। নতুন বলে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে শতভাগ ব্যর্থ ব্যাটাররা। শুধু তাই নয়, বরাবরের মতো লেট অর্ডারের অসহায় আত্মসমর্পণ। দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও মুশফিকের জোড়া হাফসেঞ্চুরি এবং শতরানের জুটি সত্ত্বেও পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।