ড্রোন কি বা কাকে বলে ?
ড্রোন (Drone) প্রধানত হল এক ধরণের উড়ন্ত রোবট।
এই ধরণের রোবটকে আপনি নির্দিষ্ট দূরত্ব থেকে নিয়ন্ত্রণ করতে পারেন।
এমনকি, অনেক সময় এই ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবেও উড়তে পারে।
এই স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর মধ্যেকার এমবেডেড সিস্টেমে থাকা সফ্টওয়্যার-নিয়ন্ত্রিত ফ্লাইট প্ল্যানগুলো, এদের নিজে থেকেই কোনোরকম কোনো বাহক ছাড়াই উড়তে সাহায্য করে।
এই এম্বেডেড সিস্টেমটি অনবোর্ড সেন্সর ও একটি গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS)-এর সাথে মিলিত হয়ে কাজ করে থাকে।
প্রথম দিকের ড্রোনগুলো বেশিরভাগই সামরিক বাহিনীর কাজের সঙ্গে যুক্ত থাকতো।
মূলত, এই যানের সাথে ভালো-মানের ক্যামেরা ফিট করা থাকে।